মাইলস্টোন ট্রাজেডি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে ঘটনায় চিকিৎসাধীন আহতদের দেখতে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। তার সঙ্গে ছিলেন আরো ৮ জন প্রতিনিধি।
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষক মাহফুজা খাতুন মারা গেছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সেখানকার আবাসিক সার্জন শাওন বিন রহমান।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দুইজন রোববার ছুটি পেয়েছেন। মাইলস্টোন স্কুলের শিক্ষিকা সুমাইয়া লরিন (৩০) ও শিক্ষার্থী ইউশা (১৪)। সকালে তাদের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে নিয়ে গেছেন।